স্বাগতিকদের জন্য বিশ্বকাপের শুরুটা এর চেয়ে ভালো বুঝি আর হতে পারতো না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের জালে পাঁচবার বল পাঠায় রাশিয়া। ছবি: রয়টার্স
-
-
ম্যাচ শুরুর আগে
-
ম্যাচের শুরুতেই গোল। দ্বাদশ মিনিটে ইউরি গাজিনস্কির চমৎকার হেডে উল্লাসে মাতে রাশিয়া।
-
প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইন ২-০ করেন বদলি নামা দেনিস চেরিশেভ।
-
তৃতীয় গোলের পর রাশিয়ার উদযাপন।
-
নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলের পর চেরিশেভ।
-
দলের পঞ্চম গোলদাতা আলেকসান্দার গোলোভিনকে ঘিরে সতীর্থদের উদযাপন।
-
ম্যাচ শেষে রাশিয়ার উল্লাস