দাপুটে জয়ে ফাইনালে নাদাল

দাপুটে জয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন প্রতিযোগিতাটির শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। রজার ফেদেরারের পর কেবল এই স্প্যানিশ তারকাই কোনো একটি গ্র্যান্ড স্লামে একাদশ বারের মতো ফাইনালে উঠলেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2018, 06:33 PM
Updated : 8 June 2018, 06:51 PM

রোলা গাঁরোয় শুক্রবার দুই ঘণ্টার একটু বেশি সময় স্থায়ী হওয়া পুরুষ এককের সেমি-ফাইনালে পঞ্চম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রোকে ৬-৪, ৬-১, ৬-২ গেমে হারান ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল।

আগামী রোববারের ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিখ থিয়েমের বিপক্ষে খেলবেন নাদাল। ১০টি ফরাসি ওপেন শিরোপা নিয়ে আগেই রেকর্ড গড়েছেন তিনি। ফাইনালে জিতলে রেকর্ডটাকে আরেকটু উচুঁতে নিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

রোলা গাঁরোয় এ নিয়ে ৮৫তম ম্যাচ জিতলেন নাদাল। এ পর্যন্ত খেলা ৮৭ ম্যাচে মাত্র দুটিতে হেরেছেন তিনি। দাপুটে জয়ে দারুণ খুশি নাদাল।

“প্রথম সেট কঠিন ছিল। হুয়াত মার্তিনেরও জয়ের সুযোগ ছিল। আমি ভাগ্যবান যে প্রথম সেট জিতেছি এবং এরপর আমি আরও আগ্রাসী টেনিস খেলেছি।”

“রোলা গাঁরোয় ফাইনালের মঞ্চে ফিরতে পেরে আমি খুবই খুশি। এটা আমার জন্য অবিশ্বাস্য ব্যাপার।”