গ্রিজমানকে বার্সায় চান মেসি

আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমানকে বড় মাপের খেলোয়াড় হিসেবে দেখেন লিওনেল মেসি। বার্সেলোনায় ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে খেলতে চান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 12:22 PM
Updated : 7 June 2018, 12:22 PM

দীর্ঘ দিন ধরে গুঞ্জন, আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাতে পারেন গ্রিজমান। ২৭ বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতি আগ্রহের ব্যাপারটি গোপন রাখেনি লা লিগা চ্যাম্পিয়নরাও। বিশ্বকাপের আগেই গ্রিজমানের দল-বদলের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭-১৮ মৌসুমটা দারুণ কেটেছে গ্রিজমানের। আতলেতিকোর হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৯টি গোল করার পাশাপাশি জিতেছেন ইউরোপা লিগ। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মাদ্রিদের ক্লাবটিতে গ্রিজমানের রিলিজ ক্লজ ১০ কোটি ইউরো। প্রয়োজনে তার চেয়ে কিছু বেশি দিতেও নাকি প্রস্তুত কাতালান ক্লাবটি।

বার্সেলোনা শিবিরে যত বেশি সম্ভব যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় চান মেসি। গ্রিজমান প্রসঙ্গে বর্তমানে জাতীয় দলের সঙ্গে থাকা আর্জেন্টিনা অধিনায়ক বলেন, "সে বড় মাপের খেলোয়াড়। আমরা একে-অপরকে বুঝতে পারবো। সে তার ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছে।"

"আমরা বিশ্বের সেরা দল হতে চাই। আর সেজন্য সেরা খেলোয়াড়দের দিকে আমাদের লক্ষ্যস্থির করতে হবে।"