জার্মানির বিশ্বকাপ দলে নয়ার, নেই গোটসে

চার বছর আগে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করা মারিও গোটসের জায়গা হয়নি জার্মানির রাশিয়া বিশ্বকাপের দলে। তবে চোটে পেয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা গোলরক্ষক মানুয়েল নয়ারকে প্রাথমিক দলে রেখেছেন কোচ ইওয়াখিম লুভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2018, 04:31 PM
Updated : 15 May 2018, 04:31 PM

মঙ্গলবার ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন একই দিনে ২০২২ পর্যন্ত নতুন চুক্তি করা লুভ।

এই কোচের অধীনেই ২০১৪ সালে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো বিশ্বকাপের ফাইনালের শেষ দিকে গোটসের একমাত্র গোলে চতুর্থ শিরোপা জিতেছিল জার্মানি।

সেপ্টেম্বরে পা ভেঙে ছিটকে পড়ার পর থেকে এখনও মাঠে ফিরতে পারেননি বায়ার্ন মিউনিখের গোলরক্ষক নয়ার। তবে সম্প্রতি অনুশীলনে ফেরা ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্দিষ্ট সময়ে পুরো ফিট হয়ে উঠবেন বলে আশা লুভের।

এই ২৭ জন থেকে চার জন বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন লুভ।

আগামী ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে জার্মানির। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

জার্মানি দল:

গোলকিপার: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (বায়ার লেভারকুজেন), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (পিএসজি)

ডিফেন্ডার: জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), মাথিয়াস জিন্টার (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), ইয়োনাস হেক্টর (কোলন), মাটস হুমেলস (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), মার্ভিন প্লাটেনহার্ডট (হার্থা বার্লিন), আন্টোনিও রুডিগার (চেলসি), নিকলাস জুলে (বায়ার্ন মিউনিখ), জোনাথান টাহ (বায়ার লেভারকুজেন)

মিডফিল্ডার: ইউলিয়ান ব্রান্ডট (বায়ার লেভারকুজেন), ইউলিয়ান ড্রাক্সলার (পিএসজি), লেয়ন গোরেটস্কা (শালকে), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), মেসুত ওজিল (আর্সেনাল), সামি খেদিরা (ইউভেন্তুস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জেবাস্টিয়ান রুডি (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (ম্যানচেস্টার সিটি)। 

ফরোয়ার্ড: টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মারিও গোমেস (স্টুটগার্ট), নিলস পিটারজেন (ফ্রেইবুর্গ), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), টিমো ভেরনার (লাইপজিগ)।