ক্লাসিকোর উত্তাপ

আগেই বার্সেলোনা লা লিগা শিরোপা জিতে নেওয়ায় ক্লাসিকো জমবে কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। শেষ পর্যন্ত কাম্প নউয়ে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই শেষ হয় ২-২ গোলের ড্রয়ে। ছবিতে মৌসুমের শেষ ক্লাসিকো:

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2018, 03:44 PM
Updated : 7 May 2018, 03:58 PM

ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা।

শুরুতেই লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা।

চেষ্টা করেও ক্রিস্তিয়ানো রোনালদোর গোল রুখতে ব্যর্থ হলেন জেরার্দ পিকে।

উত্তাপ ছড়ানো ম্যাচে হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসিও।

লুইস সুয়ারেস, কাসেমিরো, রামোসদের এমন যুদ্ধংদেহী ভাব ছিল ম্যাচ জুড়েই।

বিরতির ঠিক আগে সরাসরি লাল কার্ড দেখে মাথায় হাত সের্হিও রবের্তোর।

রিয়ালের কাসেমিরো-মার্সেলোর বাঁধা টপকে বেরিয়ে যাচ্ছেন মেসি।

গোল করে দলকে এগিয়ে নেওয়ার আনন্দে সুয়ারেসের সাথে মেসির উদযাপন।

নিজের শেষ ক্লাসিকোয় ৫৮তম মিনিটে মাঠ ছাড়ার সময়ে দর্শকদের উদ্দেশ্যে ইনিয়েস্তা।

দ্বিতীয়ার্ধের পুরোটা দশজন নিয়ে খেলেও রিয়ালকে রুখে দেওয়ার উচ্ছ্বাস বার্সেলোনার।