আতলেতিকোর ফাইনালে নেই সিমেওনে

উয়েফার দেওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞায় ইউরোপা লিগের ফাইনালে আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে থাকতে পারবেন না দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2018, 01:27 PM
Updated : 5 May 2018, 01:27 PM

নিষেধাজ্ঞার পাশাপাশি দশ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে আর্জেন্টাইন এই কোচকে। 

লিওঁতে ১৬ মের ফাইনালে আতলেতিকোর প্রতিপক্ষ ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সেই।

সেমি-ফাইনালে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগে ম্যাচ ম্যাচ অফিশিয়ালদের অপমান করায় দোষী সাব্যস্ত হন সিমেওনে। ডিফেন্ডার শিমে ভারসালকোর লাল কার্ড নিয়ে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ম্যাচ চলাকালেই ডাগআউট থেকে বহিস্কার করা হয় ৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইনকে। 

বৃহস্পতিবার দ্বিতীয় লেগে আর্সেনালকে ১-০ গোলে হারানোর ম্যাচে নিষেধাজ্ঞায় ডাগ আউটে ছিলেন না সিমেওনে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে ফাইনালে পৌঁছেছে তার দল।

এবারই প্রথম নয়, ক্যারিয়ারে বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আতলেতিকো কোচ। ২০১৪ সালে স্প্যানিশ সুপার কাপে অসদাচরণের জন্য আট ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

২০১৬ সালে লা লিগায় দলের শেষ তিন ম্যাচে টাচলাইন নিষেধাজ্ঞা পান সিমিওনে।