ভারতের কাছে হেরে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 10:49 AM
Updated : 28 April 2018, 11:12 AM

থাইল্যান্ডের ব্যাংককে শনিবার সেমি-ফাইনালে ভারতের কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ। 
 
ফাইনালে ওঠা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে। ভারতের কাছে হেরে সে স্বপ্ন ভাঙল বাংলাদেশের।
 
ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের প্রথম ১০ মিনিটের পর্বে দুই গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় পর্বে আরও এক গোল হজম করে বাংলাদেশ।
 
‘এ’ পুলের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে আসা ভারতের সামনে তৃতীয় পর্বে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ছয় গোল খেয়ে শোধ করে মাত্র দুটি। ২৩ ও ২৯তম মিনিটে সোহানুর রহমান সবুজের গোলে যা একটু ব্যবধান কমায় ‘বি’ পুলের রানার্সআপ হয়ে সেরা চারে উঠে আসা দল।
 
গ্রুপ পর্বের ম্যাচে সিঙ্গাপুর, কম্বোডিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়েছিল বাংলাদেশ। ড্র করেছিল পাকিস্তানের সঙ্গে আর হেরেছিল মালয়েশিয়ার কাছে।