'মেসির চেয়ে রোনালদো বেশি পরিপূর্ণ'

গোল করার দিক থেকে লিওনেল মেসির চেয়ে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে বেশি পরিপূর্ণ বলে মনে করেন বায়ার্নের ডিফেন্ডার জসুয়া কিমিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 12:57 PM
Updated : 24 April 2018, 06:06 PM

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। প্রতিশোধের লক্ষ্যে পর্তুগিজ ফরোয়ার্ডের মুখোমুখি হতে প্রস্তুত জার্মান রাইট ব্যাক কিমিচ।
 
বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু হবে সেমি-ফাইনালের প্রথম লেগ।
 
গত মৌসুমে কোয়ার্টার-ফাইনালে রিয়ালের কাছে ৬-৩ গোলে হেরেছিল বায়ার্ন। ফিরতি লেগে রিয়ালের ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। প্রতিযোগিতাটিতে এবারও দারুণ ফর্মে আছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে প্রতিটিতেই পেয়েছেন গোলের দেখা। চলতি আসরে তার মোট গোল ১৫টি! তাই জয় পেতে আক্রমণভাগের এই খেলোয়াড়ের ওপর কড়া নজর রাখতে হবে বায়ার্নের।
 
রোনালদো ও মেসির তুলনায় কিমিচ বলেন, “গোলের বিবেচনায় রোনালদো এগিয়ে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার দিক থেকে।”
 
“মেসি সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। দক্ষতার দিক থেকে রোনালদো সম্ভবত বেশি পরিপূর্ণ।”
 
“মেসি অনেকটা ড্রিবলার, আর রোনালদো চূড়ান্ত খেলোয়াড়।”
 
রোনালদোর মতো একজন খেলোয়াড় যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করেন কিমিচ। ম্যাচে পর্তুগালের অধিনায়কের গতি-প্রকৃতির উপর নজর রাখতে সতীর্থদের পরামর্শ দিয়েছেন বায়ার্নের মাঝমাঠের খেলোয়াড়।
 
“সে একটা গোলমেশিন…আমাদের নিশ্চিত করতে হবে যেন সে গোল না করতে পারে।”