মেয়াদ পূরণের আগেই চলে গেলেন অর্ড

মেয়াদ পূরণ না করেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের চাকরিটা ছেড়ে দিয়েছেন অ্যান্ড্রু অর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 06:00 PM
Updated : 4 April 2018, 06:41 PM

টম সেইন্টফিট চলে যাওয়ার পর গত বছর জুনে এক বছরের জন্য অর্ডকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৬ জুন তার মেয়াদ শেষ হতো।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের জানান, “ছুটিতে থাকা অর্ড গত ১ এপ্রিলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তার সঙ্গে আমাদের চুক্তি ছিল ৬ জুন পর্যন্ত। কিন্তু জুন পর্যন্ত থাকলেও তাকে আমরা সাফ চ্যাম্পিয়নশিপের জন্য পেতাম না। তাই তাকে আর আটকানোর চেষ্টা করিনি আমরা।”

আগামী অক্টোবরে ঢাকায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। অর্ড চলে যাওয়ায় তাই নতুন কোচের খোঁজে নামতে হচ্ছে বাফুফেকে।

থাইল্যান্ডের লিগের দল এয়ারফোর্স ইউনাইটেডের দায়িত্ব নেওয়া অর্ডের অধীনে মাত্র একটি ম্যাচই খেলেছিল বাংলাদেশ। গত ২৭ মার্চ লাওসের বিপক্ষে দুই গোল হজমের পর ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করেছিল দল।