আস্থা রাখায় কোচের প্রশংসায় ইসকো

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে প্রথম হ্যাটট্রিক করা ইসকো জানিয়েছেন এই অর্জনের পেছনে অন্যতম কারণ তার প্রতি স্পেনের কোচ হুলেন লোপেতেগির আস্থা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2018, 12:39 PM
Updated : 28 March 2018, 12:40 PM

মাদ্রিদে মঙ্গলবার রাতে আর্জেন্টিনাকে ৬-১ গোলে হারায় স্পেন। ইসকো নিজে তিন গোল করার পাশাপাশি একটি গোল করান থিয়াগো আলকানতারাকে দিয়ে। অপর দুই গোল দিয়েগো কস্তা ও ইয়াগো আসপাসের।

ক্লাব ফুটবলে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না ইসকোর। এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত পাঁচটি করে গোল করেছেন এবং করিয়েছেন। প্রায়ই জায়গা হারাচ্ছেন জিনেদিন জিদানের দলে।

জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিক করার পর ইসকো বলেন, “এই প্রথম আমি তিন গোল করলাম। অবশ্যই, আমি অনেক খুশি।”

জাতীয় দলের কোচ লোপেতেগির প্রশংসা করার পাশাপাশি ইসকো খোঁচা দিতে ছাড়লেন না রিয়াল কোচ জিদানকে।

“এখানে কোচের বিশ্বাসটা আমরা আছে। মাদ্রিদে হয়তো আমি এটা জয় করতে পারিনি। আমি দেখাতে চাই, আমি ভালো একজন খেলোয়াড়।”

“হুলেন কয়েক মিনিটের মধ্যেই আমাকে আত্মবিশ্বাস দেখায়। একজন ফুটবলারের যে আত্মবিশ্বাস থাকা দরকার সেটা আমি (মাদ্রিদে) পাই না। এটা আমার সমস্যা হতে পারে যে, আমি জানি না কিভাবে জিদানের আস্থা জয় করতে হয়।”