'রোনালদো মানেই গোল'

মিশরের বিপক্ষে দলের জয়ে দারুণ নৈপুণ্য দেখানো ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 11:35 AM
Updated : 24 March 2018, 11:35 AM

শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে ২-১ গোলের জয় পায় পর্তুগাল। মোহামেদ সালাহর গোলে এগিয়ে যাওয়া মিশর জয়ের খুব কাছে চলে গিয়েছিল। তবে যোগ করা সময়ে রোনালদোর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপ সেরা পর্তুগাল।

মিশরের বিপক্ষে করা প্রথম গোলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে থাকা জাপানের কুনিশিগে কামামোতোর (৮০টি) পাশে বসেন রোনালদো। পরের হেডে জাপানের এই সাবেক ফরোয়ার্ডকে পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

১০৯ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে ইরানির আলি দাই; ৮৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হাঙ্গেরি ও স্পেনের হয়ে খেলা ফেরেঙ্ক পুসকাস।

মিশরের বিপক্ষে জয়ের পর পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ সান্তোস বলেন, "এই হলো রোনালদো। রোনালদো মানেই গোল।"

জয় পেলেও ম্যাচটিতে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না সান্তোস। তবে মুগ্ধ শিষ্যদের দৃঢ় মনোভাবে। সোমবার পরের প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তার দল।