ভিসা না পাওয়ায় ভারতে খেলা হচ্ছে না সাবিনা-কৃষ্ণার

ভিসা না পাওয়ায় ইন্ডিয়ান মহিলা ফুটবল লিগের দল সেথু এফসির হয়ে খেলতে যাওয়া হচ্ছে না সাবিনা খাতুন ও ‍কৃষ্ণা রানী সরকারের। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 07:28 AM
Updated : 23 March 2018, 07:28 AM

ভারতীয় দূতাবাসে ‍দুই দফা আবেদন করার পরও ভিসা মেলেনি জাতীয় দলের অধিনায়ক সাবিনা ও অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণার।
 
দুজনের ভিসা না পাওয়ার কারণে হিসেবে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকার কথা।
 
“ইন্ডিয়ান মহিলা লিগে সাবিনা ও কৃষ্ণাকে খেলানোর জন্য সেথু এফসিকে ভারতের মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু তারা সেটা নেয়নি। এখানকার দূতাবাস মন্ত্রণালয়ের সেই অনুমতিপত্রই চেয়েছে। সেটা না থাকায় ওদের যাওয়া হচ্ছে না।”
 
“এটা মেয়েদের জন্য খুবই হতাশার। কেননা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দুজনকেই সার্বিক সহযোগিতা করা হয়েছিল। আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু ভিসা না পাওয়ায় সাবিনা-কৃষ্ণা খেলতে যেতে পারছে না।” 
 
আগামী ২৫ মার্চ শুরু লিগ শুরু হবে। ২৬ মার্চ সাবিনা ও কৃষ্ণাদের ম্যাচ। মালদ্বীপের লিগে সাবিনা খেলে এলেও কৃষ্ণা এবারই প্রথম দেশের বাইরের লিগে খেলার সুযোগ পেয়েছিলেন। তামিলনাড়ুর দলটির হয়ে আলো ছড়াতে মুখিয়ে থাকার কথা কদিন আগের সংবাদ সম্মেলনে বলেছিলেন দুজনেই। কিন্তু ভিসা জটিলতায় সেটা আর হচ্ছে না।