আর্জেন্টিনা দলে ডাক পেলেন কোররেয়া, উপেক্ষিত দিবালা

ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় আনহেল কোররেয়া। তবে এবারও হোর্হে সাম্পাওলির ডাক মেলেনি মাউরো ইকার্দি ও পাওলো দিবালার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 10:27 AM
Updated : 17 March 2018, 10:27 AM

ম্যানচেস্টারে ২৩ মার্চ ইতালির মুখোমুখি হওয়ার চারদিন পর কোররেয়ার ক্লাব আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে স্বাগতিক স্পেনের সঙ্গে লড়বে আর্জেন্টিনা।

ম্যাচ দুটির জন্য গত সপ্তাহে ২৭ সদস্যের দল ঘোষণা করেন সাম্পাওলি। এই দলে যোগ করা হলো কোররেয়াকে। হঠাৎ তাকে দলে টানাটা কিছুটা বিস্ময়ের মতো ঠেকছে অনেকের কাছে। কেননা এর মধ্যে চোটের কারণে কোনো খেলোয়াড়কে হারানোর শঙ্কায় পড়তে হয়নি আর্জেন্টিনা কোচকে।

অবশ্য সম্প্রতি আতলেতিকোর হয়ে দারুণ ফর্মে আছেন কোররেয়া। গত রোববার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে তৃতীয় গোলটি করেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে ৫-১ ব্যবধানের জয়ে করেন জোড়া গোল। ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে নিয়ে দলের সমৃদ্ধ আক্রমণভাগ আরও জোরদার করলেন সাম্পাওলি। 

আগের দলে জায়গা না পাওয়া ইউভেন্তুস ফরোয়ার্ড দিবালা ও ইন্টার মিলানের অধিনায়ক ইকার্দি আরও একবার রয়ে গেলেন জাতীয় দলের কোচের নজরের বাইরে।

আর্জেন্টিনা দল:

গোলকিপার: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), উইলি কাবাইয়েরো (চেলসি)

ডিফেন্ডার: ফাব্রিসিও বুসতোস (ইন্দেপেন্দিয়েন্তে), ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড) রামিরো ফুনেস মোরি (এভারটন), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), এদুয়ার্দো সালভিও (বেনফিকা) নিকোলাস তাগলিয়ফিকো (আয়াক্স)

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফরচুন), লুকাস বিগলিয়া (এসি মিলান) এভার বানেগা (সেভিয়া), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), আনহেল দি মারিয়া (পিএসজি), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম), জিওভানি লো সেলসো (পিএসজি), মাক্সিমিলিয়ানো মেসা (ইন্দেপেন্দিয়েন্তে), পাবলো পেরেস (বোকা জুনিয়র্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গনসালো হিগুয়াইন (ইউভেন্তুস) দিয়েগো পেরোত্তি (রোমা), লাওতারো মার্তিনেস (রেসিং ক্লাব), ক্রিস্তিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)