ইতালি ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা দলে হিগুয়াইন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2018 02:48 PM BdST Updated: 02 Mar 2018 03:22 PM BdST
ইতালি ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ইউভেন্তুসের স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। তবে জায়গা হয়নি তার ক্লাব সতীর্থ পাওলো দিবালার।
গত জুনের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন হিগুয়াইন।
আপাতত গোড়ালির গাঁটের চোটে মাঠের বাইরে থাকা হিগুয়াইন এ মৌসুমে সেরি আয় ১৪ গোল করে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির বিবেচনায় এসেছেন।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠা দিবালা এখনও সেরা ফর্মে পৌঁছাননি। ফর্মে না থাকায় ডাক পাননি ইন্টার মিলানের মাউরো ইকার্দি।
আক্রমণভাগে হিগুয়াইন ও লিওনেল মেসির সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সের্হিও আগুয়েরো।
মাঝমাঠে জায়গা ধরে রেখেছেন পিএসজির জিওভানি লো সেলসো। তবে তার ক্লাব সতীর্থ হাভিয়েল পাস্তোরের জায়গা হয়নি।

অভিষেকের অপেক্ষায় থাকা চেলসির গোলরক্ষক উইলি কাবাইয়েরো ডাক পেয়েছেন সের্হিও রোমেরো ও নাহুয়েল গুসমানের সঙ্গে।
ঘোষিত ২২ সদস্যের দলে এরপর আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের যোগ করবেন সাম্পাওলি।
আর্জেন্টিনা দল:
গোলকিপার: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুসমান (তাইগ্রেস), উইলি কাবাইয়েরো (চেলসি)
ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও (রোমা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড) রামিরো ফুনেস মোরি (এভারটন), মার্কোস আকুনিয়া (স্পোর্তিং), এদুয়ার্দো সালভিও (বেনফিকা) নিকোলাস তাগলিয়ফিকো (আয়াক্স)
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফরচুন), লুকাস বিগলিয়া (এসি মিলান) এভার বানেগা (সেভিয়া), লিয়েন্দ্রো পারেদেস (জেনিত এফসি), আনহেল দি মারিয়া (পিএসজি), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম), জিওভানি লো সেলসো (পিএসজি)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গনসালো হিগুয়াইন (ইউভেন্তুস) দিয়েগো পেরোত্তি (রোমা)
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ