সাইফ স্পোর্টিংয়ের দায়িত্বে ইংলিশ কোচ হল

রায়ান নর্থমোরকে বিদায় করে দেওয়ার পর থেকে কোচের খোঁজে ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। ইংল্যান্ডের কোচ স্টুয়ার্ট হলকে দিয়ে পদটি পূরণ করে নিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2018, 12:23 PM
Updated : 25 Feb 2018, 12:23 PM

৫৬ বছর বয়সী এই কোচকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাইফ স্পোর্টিংয়ের টিম ম্যানেজার নাসিরউদ্দিন চৌধূরী।

“আমরা আসলে অভিজ্ঞ একজন কোচের খোঁজে ছিলাম। হলের অভিজ্ঞতার সঙ্গে আমাদের চাওয়াটা মিলেছে। আপাতত তাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পরে চুক্তি বাড়ানোর সুযোগও থাকবে।”

নর্থমোরের হাত ধরে সাইফ স্পোর্টিং গত মৌসুমের প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছিল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছিল এএফসি কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ। কিন্তু দুই প্লে-অফে মালদ্বীপের দল টিসি স্পোর্টসের কাছে হারের পর বিদায় ঘণ্টা বাজে নর্থমোরের।

সর্বশেষ কানাডার হ্যালিফ্যাক্স কাউন্টি ইউনাইটেডের সঙ্গে ছিলেন হল। কাজ করেছেন কেনিয়া, তানজানিয়ার বিভিন্ন দলের সঙ্গে। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ছিলেন ভারতের দল পুনে এফসির কোচ।