‘প্যারিসে কী অপেক্ষায়, জানে না রিয়াল’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে পিএসজি। কঠিন চ্যালেঞ্জটি জিততে প্রত্যয়ী দলটির কোচ উনাই এমেরি হুঁশিয়ারি দিয়েছেন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 12:18 PM
Updated : 21 Feb 2018, 12:36 PM

গত বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ইউরোপ সেরা প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। প্যারিসে ৬ মার্চ হবে ফিরতি লেগে। এর আগে নিজেদের মাঠে লিগ ওয়ানে মার্সেইয়ের মুখোমুখি হবে পিএসজি।

গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এমেরি। একটি অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে যাবে পিএসজি।

"এ মৌসুমের বেশিরভাগ ম্যাচেই আমরা দেখিয়েছি, আমরা এটা করতে পারি। বিশেষ করে এটা সত্যি যে, পাক দে পাঁস এমন একটি জায়গা যেখানে আমরা অনেক প্রেরণা পায়। যেমন চলতি মৌসুমে আমরা এখানে ১৭টি ম্যাচ জিতেছি।"

"মার্সেই ও রিয়াল মাদ্রিদ জানে, তাদের প্যারিসে আসতে হবে। কিন্তু তারা জানে না তারা কিসের মুখোমুখি হবে।"

"এই দুটি বড় ম্যাচ তাদের জন্য যারা আমাদের পাশে থাকবে। আমাদের দল নিবেদিত ও প্রত্যয়ী। এই দুই ম্যাচে তারা আরও বেশি নিবেদিত ও প্রত্যয়ী হবে।" 

"আমরা মাঠে আমাদের সবটুকু দেবো। অতীত বা ভবিষ্যত নিয়ে ভাববো না আমরা। যে ম্যাচটা খেলবো সেটা নিয়েই কেবল ভাববো।"