‘দিবালা সেরাদের একজন’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2018 04:54 PM BdST Updated: 12 Feb 2018 04:54 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের মুখোমুখি হওয়ার আগে দলটির খেলোয়াড় পাওলো দিবালার ভূয়সী প্রশংসা করেছেন টটেনহ্যাম হটস্পারের মাউরিসিও পচেত্তিনো। স্বদেশি ফরোয়ার্ডকে ফুটবল বিশ্বের সেরাদের একজন বলে মনে করেন আর্জেন্টাইন কোচ।
তুরিনে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে সেরি আ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টটেনহ্যাম।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দিবালার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আছে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত শুক্রবার সেরি আয় ফিওরেন্তিনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে খেলতে পারেননি দিবালা। তবে পুরোপুরি সুস্থ হয়ে মঙ্গলবারের ম্যাচে আক্রমণভাগের এই খেলোয়াড় খেলবে বলে বিশ্বাস পচেত্তিনোর।
"আমি মনে করি, দিবালা সেরে উঠবে ও খেলবে। কারণ, বিশ্ব সেরার বিপক্ষে খেলা সবসময় দারুণ কিছু বলে মনে করি আমি।"
"আমি দিবালাকে এই কাতারেই রাখি। কারণ, সে বিশেষ এক প্রতিভা। মাঠে তাকে দেখাটা দারুণ। যদিও, সে আপনার দলের জন্য সমস্যা হতে পারে।"
এ মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ১৭টি গোল করেছেন দিবালা। তবে, চ্যাম্পিয়ন্স লিগে এখনও জালের দেখা পাননি ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে