‘দিবালা সেরাদের একজন’

চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের মুখোমুখি হওয়ার আগে দলটির খেলোয়াড় পাওলো দিবালার ভূয়সী প্রশংসা করেছেন টটেনহ্যাম হটস্পারের মাউরিসিও পচেত্তিনো। স্বদেশি ফরোয়ার্ডকে ফুটবল বিশ্বের সেরাদের একজন বলে মনে করেন আর্জেন্টাইন কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 10:54 AM
Updated : 12 Feb 2018, 10:54 AM

তুরিনে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে সেরি আ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে টটেনহ্যাম।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দিবালার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আছে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গত শুক্রবার সেরি আয় ফিওরেন্তিনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে খেলতে পারেননি দিবালা। তবে পুরোপুরি সুস্থ হয়ে মঙ্গলবারের ম্যাচে আক্রমণভাগের এই খেলোয়াড় খেলবে বলে বিশ্বাস পচেত্তিনোর।

"আমি মনে করি, দিবালা সেরে উঠবে ও খেলবে। কারণ, বিশ্ব সেরার বিপক্ষে খেলা সবসময় দারুণ কিছু বলে মনে করি আমি।"

"আমি দিবালাকে এই কাতারেই রাখি। কারণ, সে বিশেষ এক প্রতিভা। মাঠে তাকে দেখাটা দারুণ। যদিও, সে আপনার দলের জন্য সমস্যা হতে পারে।"

এ মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ১৭টি গোল করেছেন দিবালা। তবে, চ্যাম্পিয়ন্স লিগে এখনও জালের দেখা পাননি ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।