দি মারিয়ার হ্যাটট্রিকে শেষ আটে পিএসজি

আনহেল দি মারিয়ার হ্যাটট্রিকে দ্বিতীয় সারির ক্লাব সোশোকে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 10:01 PM
Updated : 6 Feb 2018, 10:10 PM

মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে নেইমারকে ছাড়া খেলতে নামা উনাই এমেরির দল। তাদের অন্য গোলটি করেন এদিনসন কাভানি।

প্রতিপক্ষের মাঠে পিএসজির শুরুটা হয় দুর্দান্ত। প্রথম মিনিটেই ডান দিক থেকে কিলিয়ান এমবাপের ছয় গজ বক্সে বাড়ানো ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন আনহেল দি মারিয়া। ত্রয়োদশ মিনিটে হাফ ভলিতে গোলটি শোধ করে দেন ফরাসি মিডফিল্ডার মার্তিন।

২৭তম মিনিটে ফের এগিয়ে যায় অতিথিরা। বাঁ-দিক দিয়ে ফরাসি ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ার গোলমুখে বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। ৪১তম মিনিটে চিয়াগো সিলভার হেড পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চার মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলেন দি মারিয়া। ৫৭তম মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান তিনি। আর ৬১তম মিনিটে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন উইঙ্গার।

৭৭তম মিনিটে দি মারিয়া ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন পিএসজির জার্মান গোররক্ষক কেভিন ট্রাপ।