১১ সেকেন্ডে গোল খেয়ে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাচের একাদশ সেকেন্ডে ক্রিস্তিয়ান এরিকসেনের গোলের পর ফিল জোন্সের আত্মঘাতী গোলে প্রথমার্ধে কোণঠাসা হয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে শেষ পর্যন্ত হেরেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 06:05 AM
Updated : 1 Feb 2018, 06:05 AM

বুধবার রাতে ওয়েম্বলিতে ইউনাইটেডের ২-০ গোলের এ হারে লিগে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে জোসে মরিনিয়োর দলের ব্যবধান ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ম্যাচের ১১ সেকেন্ডেই পাওয়া সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় টটেনহ্যাম। কিক অফের পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সের ভেতর থেকে হ্যারি কেইন ফ্লিক করার পর এরিকসনের শট ঠিকানা খুঁজে পায়।

অবশ্য এরিকসনের গোল নিয়ে বিতর্ক আছে। রিপ্লেতে দেখা যায়, কিক অফের আগেই কেইন ইউনাইটেডের অর্ধে ঢুকে পড়েছিলেন। ইংলিশ এই ফরোয়ার্ডের দুই গজ ভেতরে ঢুকে পড়াটা রেফারির চোখ এড়িয়ে যায়।

প্রিমিয়ার লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ডে ভাগ বসালেন এরিকসেন। ১১ সেকেন্ডে গোল করেছিলেন লিডসের স্ট্রাইকার মার্ক ভিডুকাও।

দ্রুততম গোলের রেকর্ড (১০ সেকেন্ড) দুই জনের। টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার লেডলি কিং ও নিউক্যাসল ইউনাইটেড কিংবদন্তি অ্যালান শিয়েরারের।

পিছিয়ে পড়া ইউনাইটেড আরও কোণঠাসা হয়ে পড়ে ২৮তম মিনিটে। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ফিল জোন্স। শেষ পর্যন্ত লিগে চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে মরিনিয়োর দল।

২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট ইউনাইটেডের। ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম।

বুধবার রাতের অন্য ম্যাচে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে।

স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারা চেলসি ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিভারপুলের পেছনে থেকে চতুর্থ স্থানে রয়েছে।