মোহামেডানের বিদায়, সেরা আটে শেখ জামাল-রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2018 06:11 PM BdST Updated: 24 Jan 2018 08:33 PM BdST
তিন দলের পয়েন্ট সমান হলেও কপাল পুড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ‘এ’ গ্রুপ থেকে স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে শেখ জামাল ও রহমতগঞ্জ ২-২ গোলে ড্র করে। নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শেখ জামাল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ে মোহামেডানকে রুখে দিয়েছিল রহমতগঞ্জ।
২ করে পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে তিন দল। গোল পার্থক্যও সমান। বাইলজ অনুযায়ী সর্বোচ্চ ৩ গোল করে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে উঠেছে শেখ জামাল। দ্বিতীয় সর্বোচ্চ ২ গোল করে গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জ। ছিটকে যাওয়া মোহামেডান করে ১ গোল।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় রহমতগঞ্জ। ৩২তম মিনিটে বাঁ দিক থেকে রাশেদুল ইসলাম শুভর বাড়ানো ক্রসে দূরের পোস্টে থাকা মোহাম্মদ সোহেলের দুর্বল শট গোলরক্ষকের গ্লাভসে জমে যায়।
শেষ দিকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ জামাল। ৩৯তম মিনিটে নুরুল আবসারের বাড়ানো বল ধরে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন জাহেদ পারভেজ চৌধূরী।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৬১তম মিনিটে বাঁ দিক থেকে সাদ্দাম হোসেন রনির নিচু ক্রসে শুভ টোকা দিলে বল ঠিকানা খুঁজে পায়।
৬৭তম মিনিটে ফের এগিয়ে যায় ২০১৩ সালের স্বাধীনতা কাপের রানার্সআপ শেখ জামাল। খান মোহাম্মদ তারার ফ্রি কিকে বদলি মিডফিল্ডার রাকিব সরকারের জোরালো হেডে পরাস্ত গোলরক্ষক গোলাম মুস্তফা তুয়ান।
সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ৬৯তম মিনিটে শুভর শট পোস্টে লেগে ফেরে; একটু পর এই ফরোয়ার্ডেরই আরেকটি হেড জমে যায় গোলরক্ষক মোহাম্মদ হেলালের গ্লাভসে।
৭৯তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের ভেতর থেকে বদলি মিডফিল্ডার মোহাম্মদ ইলিয়াসের শট জালে জড়ায়। সমতা ধরে রেখে সেরা আট নিশ্চিত হয় কামাল বাবুর দলেরও।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত