লিওঁর বিপক্ষে হার মানতে পারছেন না পিএসজি কোচ

লিওঁর মাঠে পিএসজির পরাজয় কিছুতেই মানতে পারছেন না উনাই এমেরি। ম্যাচটি ড্র হলেই ন্যায্য হতো বলে মনে করেন লিগ ওয়ানে শীর্ষে থাকা দলটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 01:46 PM
Updated : 22 Jan 2018, 01:46 PM

রোববার রাতে ফ্রান্সের শীর্ষ লিগে লিওঁর কাছে ২-১ গোলে হারে পিএসজি। যোগ করা সময়ে স্বাগতিক দলের মেমফিস ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে লিগে টানা পাঁচ জয়ের পর পরাজয়ের স্বাদ পেতে হয় এমেরির দলকে। 

নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি প্রথমার্ধে হারায় আক্রমণভাগের আরেক খেলোয়াড় কিলিয়ান এমবাপেকে। চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ফরোয়ার্ড। আর দ্বিতীয়ার্ধের শুরুতে দানি আলভেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় দলটি।

ম্যাচ শেষে সাংবাদিকদের এমেরি বলেন, "৯০ মিনিট জুড়ে উভয় দলই সবটুকু দিয়ে খেলেছে। কিছু কিছু ব্যাপার আমাদের জন্য কঠিন ছিল বটে।…আমরা সুযোগ পেয়েছিলাম এবং বল দখলে আমাদের আধিপত্য ছিল। ১-১ ন্যায্য ফল হতে পারতো।"

দ্বিতীয়ার্ধে আলভেস বহিষ্কার হলে পিএসজি ম্যাচের নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে বলে মনে করেন এমেরি।

"আধিপত্যের সঙ্গে প্রথমার্ধটা যেভাবে শেষ করেছিলাম, দ্বিতীয়ার্ধ আমরা সেভাবেই শুরু করি।…এই আলভেসের বহিষ্কারে আমরা ম্যাচে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। দল ভালো পরিশ্রম করেছে। কিন্তু শেষ দিকে আমরা একটা গোল খেয়ে বসি। এই ফল কিছুটা অন্যায্য। তবে, এটাই ফুটবল।"

লিগে ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিওঁ।