আবারও মাঠের বাইরে দেম্বেলে

সাড়ে তিন মাস পর মাঠে ফিরে কয়েক দিনের ব্যবধানে আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উসমান দেম্বেলে। এ ধাপে চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 03:34 PM
Updated : 15 Jan 2018, 03:34 PM

রিয়াল সোসিয়েদাদের মাঠে রোববার রাতে ৪-২ গোলের জয়ের ম্যাচে নতুন করে চোট পান দেম্বেলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পাওলিনিয়োর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ফরাসি এই খেলোয়াড়।

গত অগাস্টে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় নাম লেখানো দেম্বেলে চোটের কারণে মৌসুমের প্রথম ভাগের প্রায় পুরোটা সময়ই কাটান মাঠের বাইরে।

সেপ্টেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দেম্বেলে। ফিনল্যান্ডে অস্ত্রোপচার করার পর ২০১৭ সালের বাকি সময়টায় আর খেলা হয়নি তার। চলতি মাসেই দলে যোগ দেন।

সোমবার এক বিবৃতিতে দেম্বেলের বাঁ ঊরুতে চোট পাওয়ার কথা জানায় বার্সেলোনা। তবে নতুন এই চোট তার অস্ত্রোপচার করা জায়গায় কোনো প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করেছে ক্লাবটি।