নেইমারের পরে মেসি, অনেক পিছিয়ে রোনালদো

নতুন একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পিএসজির ফরোয়ার্ড নেইমারের। এরপরেই আছেন বার্সেলোনার লিওনেল মেসি। তালিকায় অনেক পিছিয়ে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2018, 10:25 AM
Updated : 10 Jan 2018, 10:26 AM

সিআইইএস ফুটবল অবজারভেটরির করা দামি ১০০ ফুটবলারের তালিকায় শীর্ষে থাকা নেইমারের মূল্য ধরা হয়েছে ২১ কোটি ৩০ লাখ ইউরো, যা রোনালদোর মূল্যের (আট কোটি চার লাখ ইউরো) দ্বিগুনেরও বেশি। 

বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে অগাস্টে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গত বছরও এই তালিকায় শীর্ষে ছিলেন। গতবারের মতো এবারও দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির মূল্য প্রায় ২০ কোটি ২২ লাখ ইউরো।

রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো আছেন ৪৯তম স্থানে। গত বছরের তালিকায় তিনি ছিলেন সপ্তম স্থানে।

সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশেষজ্ঞরা এই মূল্য নির্ধারণে বিভিন্ন নিয়ামক যেমন খেলোয়াড়দের বয়স, পজিশন, চুক্তির মেয়াদ, পারফরম্যান্স ইত্যাদি বিবেচনায় নিয়েছেন।

তালিকার তৃতীয় স্থানে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন। ইংলিশ এই ফরোয়ার্ডের মূল্য প্রায় ১৯ কোটি ৪৭ লাখ ইউরো। পিএসজিতে নেইমারের আক্রমণভাগের সতীর্থ কিলিয়ান এমবাপের মূল্য ১৯ কোটি ২৫ লাখ ইউরো। আর পঞ্চম স্থানে থাকা ইউভেন্তুসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার মূল্য ১৭ কোটি ৪৬ লাখ ইউরো।

পরের পাঁচটি স্থানে আছেন যথাক্রমে, টটেনহ্যামের ডেলে আলি (১৭ কোটি ১৩ লাখ ইউরো), ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে (১৬ কোটি ৭৮ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেডের রোমেলু লুকাকু (১৬ কোটি ৪৮ লাখ ইউরো), আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমান (১৫ কোটি দুই লাখ ইউরো) ও ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা (১৪ কোটি ৭৫ লাখ ইউরো)।