বার্সার হয়ে খেলতে ৩ সপ্তাহের অপেক্ষা কৌতিনিয়োর

বার্সেলোনা জার্সিতে খেলতে নামার অপেক্ষা বাড়ল ফিলিপে কৌতিনিয়োর। ঊরুর চোটের কারণে কমপক্ষে ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের এই মিডফিল্ডারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 01:21 PM
Updated : 9 Jan 2018, 10:00 AM

গত শনিবার ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে কৌতিনিয়োর বার্সেলোনায় যোগ দেওয়ার চুক্তিতে লিভারপুল ও কাতালান দলটি একমত হয়।

বার্সেলোনায় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হন কৌতিনিয়ো। তবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ঊরুর চোটে ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে। ফলে সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচ এবং লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

মাংশপেশির চোটে ডিসেম্বর থেকে খেলতে পারেননি কৌতিনিয়ো। আগামী ২৮ জানুয়ারি দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হতে পারে তার।