আর্সেনালকে ছিটকে চতুর্থ রাউন্ডে নটিংহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে আগেই। এবার নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে এফএ কাপ থেকে বাদ পড়ল টুর্নামেন্টের সফলতম দল আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 06:16 PM
Updated : 7 Jan 2018, 06:16 PM

রোববার ঘরের মাঠে গতবারসহ মোট ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনালকে ৪-২ গোলে উড়িয়ে দেয় সত্তর দশকের চমক জাগানো ক্লাব নটিংহ্যাম।

রেফারির সমালোচনা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার। আর দ্বিতীয় সারির দল নটিংহামের কোচই নেই!

ম্যাচের ২০তম মিনিটে এরিকের গোলে পিছিয়ে পড়ার তিন মিনিট পর আর্সেনালকে সমতায় ফেরান জার্মান ডিফেন্ডার পের মার্তেসাকার।

তবে ৪৪তম মিনিটে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার এরিকের দ্বিতীয় গোলে ফের পিছিয়ে পড়ে আর্সেনাল। আর ৬৪তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড বেন ব্রেরেটনের সফল স্পট কিকে কোণঠাসা হয়ে পড়ে অতিথিরা।

৭৯তম মিনিটে ড্যানি ওয়েলবেকের ব্যবধান কমানো গোলে আশা জাগে আর্সেনালের। কিন্তু ছয় মিনিট পরেই আরেকটি পেনাল্টি গোলে নটিংহ্যামের অসাধারণ এক জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার কিয়েরন ডাওয়েল।

শেষ দিকে ইংলিশ ডিফেন্ডার জো ওয়ারল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় নটিংহ্যাম। তবে ১৯৭৮-৭৯ ও ৭৯-৮০ মৌসুমে টানা দুবার ইউরোপ সেরা হওয়া দলটির দুর্দান্ত জয়ের পথে তা কোনো বাধা হয়নি।