উইলিয়ানের নৈপুণ্যে চেলসির বড় জয়

ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের নৈপুণ্যে সহজ জয় দিয়ে বছর শেষ করেছে চেলসি। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্টোক সিটিকে উড়িয়ে দিয়েছে আন্তোনিও কোন্তের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2017, 05:22 PM
Updated : 30 Dec 2017, 06:51 PM

ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের নৈপুণ্যে সহজ জয় দিয়ে বছর শেষ করেছে চেলসি। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্টোক সিটিকে উড়িয়ে দিয়েছে আন্তোনিও কোন্তের দল।

স্টামফোর্ড ব্রিজে ৫-০ ব্যবধানের জয়ে একটি গোল করেন উইলিয়ান। অবদান রাখেন পেদ্রো ও আন্টোনিও রুডিগারের গোলে। চেলসির হয়ে প্রথমবারের মতো গোল করেন ড্যানি ড্রিংকওয়াটার ও জাপাকস্তা।

গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখাতে ৪-০ গোলে জিতেছিল বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচে হ্যাটট্রিক করা আলভারো মোরাতা এবার গোল পাননি। স্প্যানিশ এই স্ট্রাইকার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে আরও বড় ব্যবধানে জিততে পারতো চেলসি।

ঘরের মাঠে তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন রুডিগার। উইলিয়ানের নিখুঁত ফ্রি-কিক দারুণ হেডে জালে পাঠান এই জার্মান ডিফেন্ডার।

নবম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ান ড্রিংকওয়াটার। এক সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের।

২২তম মিনিটে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ হাতছাড়া করেন পেদ্রো। পরের মিনিটে আর ব্যর্থ হতে হয়নি স্প্যানিশ ফরোয়ার্ডকে। এবার উইলিয়ানের পাস থেকে বুলেট গতির শট পাঠান ঠিকানায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্টোক সিটি। কিন্তু চেলসির জমাট রক্ষণ ভাঙতে পারেনি।

৭৩তম মিনিটে সফল পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান উইলিয়ান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফাউলের শিকার হওয়ায় স্পটকিক পেয়েছিল চেলসি।

৮৮তম মিনিটে হেড করে বিপদমুক্ত করতে গিয়ে স্টোক সিটির এক ডিফেন্ডার বল তুলে দেন জাপাকস্তাকে। ইতালিয়ান ডিফেন্ডার বাঁ পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করলে চলতি মৌসুমে লিগে নিজেদের সবচেয়ে বড় জয়টি পায় চেলসি।

এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে উঠে এসেছে চেলসি। দিনের অন্য ম্যাচে জিতে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩।

লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।

২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি।