শেখ জামাল-সাইফ আবারও পয়েন্ট ভাগাভাগি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2017 06:52 PM BdST Updated: 27 Dec 2017 06:52 PM BdST
প্রথম পর্বের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং। দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।
দুই দলের প্রথম পর্বের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এ ড্রয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল শেখ জামাল। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচের পঞ্চম মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। রহমত মিয়ার বাড়ানো ক্রসে ইংলিশ ফরোয়ার্ড চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যামের হেড জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায় ছিল না গতি। ৬৪তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা কলম্বিয়ার ফরোয়ার্ড এম্বের আর্লে ভালেন্সিয়ার বাড়ানো ক্রসে কবিরুল ইসলামের শট লক্ষ্যভ্রষ্ট হলে ফের এগিয়ে যাওয়া হয়নি সাইফের। ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নবাগত দলটি।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)