‘২০১৮ সালের নেইমার ২০১৪ সালের নেইমারের চেয়ে ভালো’

ঘরের মাঠে দেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নে হতভাগ্য নায়ক ছিলেন নেইমার। ছিটকে পড়েছিলেন চোট পেয়ে। দলের সেরা খেলোয়াড়কে হারিয়ে পথহারা ব্রাজিল জার্মানির কাছে হয়েছিল বিধ্বস্ত। পিএসজির ফরোয়ার্ডের বিশ্বাস, এখন তিনি অনেক অভিজ্ঞ এবং আরও পরিণত খেলোয়াড়। তাই পুরনো হতাশা মুছে রাশিয়ায় সফল হওয়ার স্বপ্ন দেখছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 10:53 AM
Updated : 21 Dec 2017, 10:53 AM

২০১৪ সালে কোয়ার্টার-ফাইনালে মারাত্মক চোট পেয়ে ছিটকে পড়েন নেইমার। তাকে ছাড়া সেমি-ফাইনালে খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। কষ্টের সেই স্মৃতি মনে রেখেই নেইমার শোনালেন বিশ্ব জয়ের প্রত্যাশার কথা।

“পার্থক্যটা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু আমার মনে হয়, এখন আমি অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী।”

“এর কারণ হলো, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি বিশ্বকাপে অংশ নিয়েছিলাম যেখানে আমরা হেরে যাই। আমি মনে করি, আগামীবার আমি আরও প্রস্তুত থাকবো কারণ বিশ্বকাপে থাকতে পারাটা কি আমি জানি। আমি আরও ভালো প্রস্তুত থাকতে পারব।”

“সুতরাং ২০১৮ সালের নেইমার ২০১৪ সালের নেইমারের চেয়ে ভালো।”

বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া।