বার্সাকে হারাতেই হবে: রিয়াল অধিনায়ক

লা লিগার শিরোপা লড়াইয়ে দারুণ ছন্দে ছুটে চলা বার্সেলোনার চেয়ে অনেকখানি পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এ অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বীদের থামাতে এবং নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে আগের যেকোনো সময়ের চেয়ে এবারের ক্লাসিকোয় জয়ের বিকল্প দেখছেন না রিয়াল অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 10:36 AM
Updated : 20 Dec 2017, 03:41 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী শনিবার স্পেনের শীর্ষ লিগে মুখোমুখি হবে দল দুটি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল।

ক্লাসিকো নিয়ে রামোস বলেন, "এটা দুর্দান্ত এক ম্যাচ হবে। ক্লাসিকোকে বর্ণনা করার মতো ভাষা নেই। এটা পুরো ভিন্ন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।"

"নিজেদের পরিস্থিতির বিবেচনায় এবং লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে যেকোনো সময়ের চেয়ে এবার আমাদের এই ম্যাচ জেতাটা খুবই দরকার।"

গত শনিবার ক্লাব বিশ্বকাপ জেতার পর দলের সবাই মানসিকভাবে বেশ ভালো অবস্থায় আছে বলে জানালেন রামোস।

"আমরা খেলতে মুখিয়ে আছি। এই সপ্তাহে আমরা কঠোর পরিশ্রম করছি। আশা করি, আমরা ৩ পয়েন্টই পাবো যা আমাদের উপরের দলগুলোর কাছাকাছি রাখবে।"