অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে ১৯তম বাংলাদেশ

ভারতের আহমেদাবাদে হওয়া ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে ১৯তম হয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2017, 06:05 PM
Updated : 18 Dec 2017, 06:05 PM

সোমবার নবম ও শেষ রাউন্ডে কিরগিজস্তানকে ৪-০ পয়েন্টে হারায় বাংলাদেশ। নিজেদের ম্যাচে জয় পান ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, সুব্রত বিশ্বাস, আকিব জাওয়াদ ও নাইম হক।

টুর্নামেন্টে বাংলাদেশ দলের পঞ্চম সদস্য নোশিন আঞ্জুম।

প্রতিযোগিতায় নয় রাউন্ডের চারটিতে জিতে ৮ ম্যাচ পয়েন্ট পায় বাংলাদেশ। ১৬ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে রাশিয়া। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় ভারতের সবুজ দল।

ব্যক্তিগত পর্যায়ে ৯ ম্যাচে ৫ জয় আর দুই ড্রতে ৬ পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ। সুব্রত পেয়েছেন সাড়ে পাঁচ। পয়েন্ট।

৩০টি দেশের প্রতিযোগীদের মধ্যে ছিল একজন গ্র্যান্ডমাস্টার, ১৪ জন ইন্টারন্যাশনাল মাস্টার, চার জন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার ও ২৯ জন ফিদে মাস্টার।