হিগুয়াইনের গোলে নাপোলিকে হারাল ইউভেন্তুস

গনসালো হিগুয়াইনের একমাত্র গোলে চলতি সেরি আয় নাপোলির অপরাজিত থাকার ধারায় ছেদ ঘটিয়েছে ইউভেন্তুস। প্রতিপক্ষের মাঠে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2017, 06:52 AM
Updated : 2 Dec 2017, 06:52 AM

চলতি সপ্তাহেই হিগুয়াইনের বাঁ হাতে অস্ত্রোপচার হয়। ফলে শুক্রবারের রাতের ম্যাচটিতে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। সংশয় কাটিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে কেবল মাঠেই নামলেন না হিগুয়াইন; দ্বাদশ মিনিটে স্বদেশি পাওলো দিবালার পাস থেকে একমাত্র গোল করে দলকে এনে দিলেন দারুণ এক জয়।

এই নিয়ে নাপোলির বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ৫ গোল করলেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়।    

স্বাগতিক নাপোলির খেলা ছিল অনেকটা হতাশাজনক। ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন দলটির ফরোয়ার্ড লরেনসো ইনসিনিয়ে। চলতি লিগে আগের ১৪ ম্যাচের একটিতেও হারেনি নাপোলি।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউভেন্তুস। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নাপোলি। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।