ধর্ষণের দায়ে রবিনিয়োর ৯ বছরের জেল

দলবেঁধে আলবেনিয়ার এক নারীকে ধর্ষণের জন্য ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রবিনিয়োকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে মিলানের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 06:13 AM
Updated : 24 Nov 2017, 06:13 AM

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় রবিনিয়ো এবং আরও পাঁচ ব্রাজিলিয়ান মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী ওই নারীকে অ্যালকোহলের নেশা করিয়ে যৌন নির্যাতন করেন।
 
আদালত বাদিকে ক্ষতিপূরণ হিসেবে ৬০ হাজার ইউরো দেওয়ারও নির্দেশ দিয়েছে।
 
৩৩ বছর বয়সী রবিনিয়ো ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেন। বর্তমানে ব্রাজিলের আতলেতিকো মিনেইরোতে খেলা এই ফরোয়ার্ড আদালতের কোনো শুনানিতে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
 
ব্রাজিল তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের ফেরত পাঠায় না। তাই তৃতীয় কোনো দেশে গেলে কেবল রবিনিয়ো গ্রেপ্তারের ঝুঁকিতে পড়বেন।
 
ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন।