চ্যাম্পিয়ন্স লিগে গোলের নতুন রেকর্ড রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2017, 09:19 AM
Updated : 22 Nov 2017, 10:23 AM

এ বছর ১৮ গোল করে ছাড়িয়ে গেছেন নিজেরই গড়া কীর্তিকে। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে আপোয়েল নিকোশিয়ার মাঠে ৬-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করন পর্তুগিজ অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মার্সেলোর ক্রসে হেডে আগের রেকর্ড ছাড়িয়ে যান রোনালদো। পাঁচ মিনিট পর প্রতিপক্ষের ভুলে বল পেয়ে দারুণ কোনাকুনি শটে করেন ১৮তম গোলটি।

২০১৫ সালে ১৬ গোল করে আগের রেকর্ডটি গড়েছিলেন রোনালদো। এ বছর গত আসরের ফাইনালে দুটিসহ নকআউট পর্বে ১০ গোল করার পর এবারের গ্রুপ পর্বে করলেন আটটি গোল।

চলতি মৌসুমে লা লিগায় গোল খরায় আছেন চারটি ব্যালন ডি’অর জেতা রোনালদো। তবে চ্যাম্পিয়ন্স লিগে আছেন চেনা ছন্দে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের সবকটিতেই জালের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।

বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি চ্যাম্পিয়ন্স লিগে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ১৩টি গোল করেছেন ২০১২ ও ২০১৬ সালে।