ডিসেম্বরে ৪ দল নিয়ে ঢাকায় মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল

ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অংশ নেবে চার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 06:20 PM
Updated : 7 Nov 2017, 06:20 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৭ ডিসেম্বরে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হবে ২৪ ডিসেম্বরে।

স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান-এই চার দল নিয়ে টুর্নামেন্ট হবে বলে সাংবাদিকদের জানান সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

“কিছু সমস্যার কারণে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করে নিয়েছে। মালদ্বীপের বয়সভিত্তিক দল নেই। পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ফিফার। এ কারণে প্রথম আসরে চারটি দল অংশ নিচ্ছে।”

১৭ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত-ভুটান ও বাংলাদেশ-নেপাল। বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৯ ডিসেম্বর ভুটানের বিপক্ষে, ২১ ডিসেম্বরে ভারতের বিপক্ষে।

দল সংখ্যা কম হওয়ায় রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ম্যাচ। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল ২৪ ডিসেম্বর নামবে শিরোপা লড়াইয়ে।