‘বার্সেলোনা ছাড়া লা লিগা কল্পনা করা কঠিন’

কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে লা লিগা থেকে বার্সেলোনা চলে যাবে না বলে আশাবাদী চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 12:50 PM
Updated : 31 Oct 2017, 12:59 PM

অক্টোবরের শুরুতে কাতালুনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার পক্ষে রায় আসে।

এর মধ্যে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হলে সেখানে কেন্দ্রের শাসন জারি করে মাদ্রিদ সরকার। রাজনৈতিক এই অস্থিরতা ফুটবলকে প্রভাবিত করবে না বলে বিশ্বাস রামোসের।

স্প্যানিশ রেডিও ওন্দা সেরোকে স্পেনের এই ডিফেন্ডার বলেন, “বার্সেলোনাকে ছাড়া লা লিগা কল্পনা করাটা কঠিন। আমি চাইবো বার্সেলোনা লা লিগায় খেলা চালিয়ে যাক এবং কোনো পরিবর্তন না হোক।”

“স্পেনের এই পরিস্থিতি আমাকে আঘাত করে। কারণ, আমি মনে করি, একসঙ্গে আমরা বেশি শক্তিশালী।”