ইউভেন্তুসের জয়ে দিবালা-হিগুয়াইনের গোল

প্রথমার্ধে দুর্দান্ত দুটি গোল করলেন ফেদেরিকো বের্নারদেস্কি ও পাওলো দিবালা। দ্বিতীয়ার্ধে গোল পেলেন ফর্মে ফেরার লড়াইয়ে থাকা গনসালো হিগুয়াইন। সেরি আয় আরেকটি বড় জয় পেল ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 04:53 AM
Updated : 26 Oct 2017, 04:53 AM

বুধবার রাতে স্পালকে নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা নাপোলির ধারেকাছেই থাকল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

চতুর্দশ মিনিটে বের্নারদেস্কির দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় ইউভেন্তুস। ডান দিক থেকে দিবালার ক্রসে ব্রাজিলের দগলাস কস্তা বল বাড়ালে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে ওপরের বাঁ কোণ দিয়ে জালে জড়ান ইতালির এই উইঙ্গার।

আট মিনিট পর ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিকে থেকে ব্যবধান বাড়ান দিবালা। এ মৌসুমে লিগে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের গোল হলো ১১টি।

তখন মনে হচ্ছিল আগের ম্যাচে উদিনেজেকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার মতো আরেকটি বড় জয় পেতে যাচ্ছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।

৩৪তম মিনিটে ব্যবধান কমায় অতিথিরা। তবে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে দুই গোলে জয় নিশ্চিত করে ইউভেন্তুস।

৬৫তম মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে জোরালো শটে লিগে এ মৌসুমে নিজের চতুর্থ গোলটি করেন হিগুয়াইন।

পরে একটি গোল বাতিল না হলে সেরি আতে শততম গোলের মাইলফলকে পৌঁছতেন আর্জেন্টিনার জাতীয় দল থেকে বাদ পড়া এই স্ট্রাইকার।

৭০তম মিনিটে বাঁ দিক থেকে কস্তার ক্রসে হেডে দলের চতুর্থ গোলটি করেন কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো।

জেনোয়াকে ৩-২ গোরে হারানো নাপোলি ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আগের দিন সাম্পদোরিয়াকে ৩-২ গোলে হারানো ইন্টার মিলান ২৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় ইউভেন্তুস।