বয়সভিত্তিক সাঁতারে জুনাইনার ৩ রেকর্ড

বয়সভিত্তিক সাঁতারে প্রথম দিনে দারুণ আলো ছড়িয়েছেন জুনাইনা আহমেদ। প্রথম দিনে হওয়া পাঁচটি রেকর্ডের তিনটিই গড়েছেন গোপালগঞ্জ সুইমিং ক্লাবের এই সাঁতারু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 03:54 PM
Updated : 23 Oct 2017, 01:11 PM
১১টি স্বর্ণ, নয়টি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ মিলিয়ে ২৭টি পদক নিয়ে প্রথম দিনে দাপট দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাঁতারুরা।
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে রোববার শুরু হয় বয়সভিত্তিক সাঁতারের ৩২তম আসর। এবারও হ্যান্ড টাইমিংয়ে হচ্ছে প্রতিযোগিতা।
অনূর্ধ্ব-১৭ বছর বয়সী বালিকা বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে জুনাইনা ১ মিনিট ৫ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি (১ মিনিট ৭ দশমিক ৬০ সেকেন্ড) ২০১২ সালে গড়েছিলেন নাজমা খাতুন।
২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলির সোনাও রেকর্ড গড়ে জিতেছেন জুনাইনা। ২ মিনিট ৪৩ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে ২০১২ সালে নাজমার গড়া (২ মিনিট ৫১ দশমিক ২০ সেকেন্ড) ভেঙেছেন গোপালগঞ্জের এই সাঁতারু।
এরপর ৪০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েন জুনাইনা। ৫ মিনিট ০ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে নাজমার ২০১২ সালে গড়া রেকর্ড (৫ মিনিট ২৩ দশমিক ৯০ সেকেন্ড) নিজের করে নেন।
অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫৭ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার মামুর রশিদ। ২০১২ সালে আসিফ রেজার (৫৮ দশমিক ০৯ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন রশিদ।
২ মিনিট ১৭ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে অনূর্ধ্ব-২০ বিভাগে ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়েন বিকেএসপির জাহিদুল ইসলাম। আগের রেকর্ডটি ২০১৫ সালে আরিফুল ইসলাম (২ মিনিট ২২ দশমিক ৪৯ সেকেন্ড) গড়েছিলেন।