বরখাস্ত লেস্টার সিটির কোচ শেকস্পিয়ার

তিন বছর মেয়াদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার চার মাস যেতেই কোচ ক্রেইগ শেকস্পিয়ারকে বরখাস্ত করেছে লেস্টার সিটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 04:43 PM
Updated : 17 Oct 2017, 04:43 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে থাকা লেস্টার লিগে গত ছয় ম্যাচের একটিতেও জয় পায়নি।

গত ফেব্রুয়ারিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে ক্লাওদিও রানিয়েরির স্থলাভিষিক্ত হন ৫৩ বছর বয়সী শেকস্পিয়ার।

তার হাত ধরে দ্বাদশ স্থানে থেকে গতবারের লিগ শেষ করে লেস্টার। জুনে স্থায়ীভাবে নিয়োগ পান শেকস্পিয়ার।

গত মৌসুমে ইংলিশ এই কোচের অধীনে ১৬ ম্যাচের মধ্যে আটটিতে জয় পেয়েছিল লেস্টার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালেও উঠেছিল তারা।

প্রিমিয়ার লিগে গত সোমবার ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যাচ হয়ে থাকলো শেকস্পিয়ারের অধীনে লেস্টারের শেষ ম্যাচ।

এ মৌসুমে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে লেস্টার; প্রিমিয়ার লিগে আটটি ও লিগ কাপে দুটি। এর মধ্যে তারা জিতেছে মাত্র তিনটি ম্যাচে। ড্র তিনটি, বাকি চারটিতে হার।

লিগে একটি মাত্র জয় পেয়েছে তারা। গত ১৯ অগাস্ট নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল।