সমালোচনার জবাব হ্যাটট্রিকে দিয়ে উচ্ছ্বসিত ইকার্দি

নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নাটকীয় জয় এনে দিয়ে উচ্ছ্বসিত ইন্টার মিলানের মাউরো ইকার্দি। আর্জেন্টাইন এই স্ট্রাইকার জানিয়েছেন, সমালোচনার জবাব মাঠে দিতেই পছন্দ করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 10:26 AM
Updated : 16 Oct 2017, 10:26 AM

রোববার রাতে সান সিরোয় ২৮তম মিনিটে ইকার্দির গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর সমতা টানেন এসি মিলানের সুসো। ৬৩তম মিনিটে আবারও দলকে এগিয়ে নেন ইকার্দি। কিন্তু ৮১তম মিনিটে তাদের স্লোভেনিয়ার গোলরক্ষক সামির হালদানোভিচের আত্মঘাতী গোলে টানা তৃতীয়বারের মতো ‘মিলান ডার্বি’ ড্রয়ের দিকে এগোতে থাকে। তবে ৯০তম মিনিটে সফল স্পট কিকে দলকে পুরো ৩ পয়েন্ট এনে দেন ২৪ বছর বয়সী ইকার্দি।

দুর্দান্ত এ হ্যাটট্রিকের পর ইকার্দি বলেন, “ম্যাচ বল বাড়িতে নিয়ে যাওয়া একটা বিশেষ অনুভূতি, এটা আমি বর্ণনা করতে পারছি না। আমি আমার কিছু সতীর্থের সঙ্গে কথা বলেছিলাম এবং জানতাম আজ আমাকে গোল করতেই হতো।”

২০১৩ সালে ইন্টারে যোগ দেওয়া ইকার্দি এই নিয়ে দলটির হয়ে ৮৭ গোল করলেন।

নিজের খারাপ সময়ে সমালোচনাও শুনতে হয়েছে ইকার্দিকে। তবে তা তাকে খুব একটা ছুঁতে পারে না বলে জানিয়েছেন তিনি।

“আমি সমালোচকদের কথা বলতে দেই। তারপর আমার যা করার তা আমি মাঠে করি। আমি দলকে সাহায্য করি এবং গোল করি।”

“অবশ্যই, আপনি সবসময় গোল করতে পারবেন না। এই জয়ে আমি আমার নিজের এবং ইন্টারের জন্য খুশি।”

এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিত ইন্টার আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

রোমাকে ১-০ গোলে হারিয়ে শতভাগ সাফল্য ধরে রাখা নাপোলি ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

অন্য ম্যাচে ইউভেন্তুসকে ২-১ গোলে হারানো লাৎসিও ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়নরা।

১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে এসি মিলান।