লিভারপুলে সেরাটা দিতে চান কৌতিনিয়ো

বার্সেলোনার আগ্রহ সত্ত্বেও শেষ পর্যন্ত লিভারপুলে থেকে যাওয়া ফিলিপে কৌতিনিয়ো জানিয়েছেন, অ্যানফিল্ডের ক্লাবটিতে সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 12:20 PM
Updated : 28 Sept 2017, 12:24 PM

সবশেষ দল বদলে কৌতিনিয়োকে কিনতে জোর চেষ্টা চালায় বার্সেলোনা। ব্রাজিলের এই মিডফিল্ডারও কাম্প নউয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। কিন্তু তাকে ধরে রাখতে মরিয়া লিভারপুল কাতালান ক্লাবটির বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেয়। পুরনো ঠিকানাতেই রয়ে যান ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন কৌতিনিয়ো। এর মধ্যে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্পার্তাক মস্কোর সঙ্গে ১-১ ড্র ম্যাচে সমতাসূচক গোল করেন তিনি।

কৌতিনিয়োর সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। দল বদলের সময়ের সব ঘটনা ভুলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে সাফল্য এনে দিতে নিজের সবটুকু দিয়েই খেলতে চান তিনি।  

"আমি শান্ত আছি। সবকিছুই (দল বদলের গুঞ্জন) এখন অতীত হয়ে গেছে।...এখানে আমি আমার সর্বোচ্চটা দিতে এসেছি।" 

২ পয়েন্ট নিয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার 'ই' গ্রুপে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া।

টানা দ্বিতীয় ম্যাচে জিততে ব্যর্থ হলেও গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠার ব্যাপারে আশাবাদী কৌতিনিয়ো।

"সত্যিকার অর্থে আমরা যে ফলটা চেয়েছিলাম এটা তা নয়। কিন্তু আমাদের পরিশ্রম করে যেতে হবে। সামনে আরও ম্যাচ আছে, আরও চারটি ম্যাচ আছে।"