বায়ার্নের বিপক্ষে ফিরছেন নেইমার-দি মারিয়া
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2017 06:37 PM BdST Updated: 26 Sep 2017 06:37 PM BdST
চোট কাটিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন নেইমার ও আনহেল দি মারিয়া।
রেকর্ড ট্রান্সফার ফিতে অগাস্টের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া নেইমার নতুন ঠিকানায় দারুণ শুরু করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে পাঁচটি করে গোল করেছেন ও করিয়েছেন তিনি। তবে পায়ের চোটের কারণে গত শনিবার লিগে মঁপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ছিলেন না ব্রাজিলের ওই ফরোয়ার্ড। এ মৌসুমে ওই ম্যাচেই প্রথম জিততে ব্যর্থ হয় উনাই এমেরির দল।

বায়ার্নের বিপক্ষে এই দুই খেলোয়াড়ের ফেরার বিষয়টি মঙ্গলবার জানান পিএসজির কোচ এমেরি। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় পিএসজির মাঠে শুরু হবে গ্রুপ পর্বের ম্যাচটি।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সেল্টিকের মাঠে ৫-০ গোলে জিতেছিল পিএসজি। আর নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে জার্মান চ্যাম্পিয়নরা।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’