ব্রাজিল দলে মার্সেলোর জায়গায় আলেক্স সান্দ্রো

মার্সেলো চোটে পড়ায় বলিভিয়া ও চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ইউভেন্তুসের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 11:00 AM
Updated : 23 Sept 2017, 11:00 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত বুধবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হারার ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের লেফট-ব্যাক মার্সেলো। স্ক্যান করার পর তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

২৯ বছর বয়সী এই খেলোয়াড়কে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   

তাই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য আলেক্স সান্দ্রোকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানায় দেশটির ফুটবল ফেডারেশন। 

এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়ে যাওয়া ব্রাজিল আগামী ৫ অক্টোবর বলিভিয়ায় খেলতে যাবে। পাঁচ দিন পর সাও পাওলোয় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।