ইংল্যান্ড দলে নতুন দুই মুখ

ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়াটফোর্ডের ন্যাথানিয়েল ক্যালোবা ও লেস্টার সিটির হ্যারি ম্যাগুইয়ার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 06:29 PM
Updated : 24 August 2017, 06:32 PM

আগামী মাসের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে মাল্টা ও স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৮ সদস্যের দল দিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট।

জুলাইয়ে চেলসি থেকে ওয়াটফোর্ডে নাম লেখান ২২ বছর বয়সী মিডফিল্ডার ক্যালোবা। আর জুনে হাল সিটি থেকে লেস্টারে যোগ দেন ২৪ বছর বয়সী ম্যাগুইয়ার। এখনও অভিষেক না হওয়া এভারটনের জর্ডান পিকফোর্ডও আবার ডাক পেয়েছেন।

বাছাই পর্বে ‘এফ’ গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ড মাল্টার মুখোমুখি হবে ১ সেপ্টেম্বর। তিন দিন পর ওয়েম্বলি স্টেডিয়ামে তারা আতিথ্য দেবে দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়াকে।

ইংল্যান্ড দল:

গোলকিপার: জ্যাক বাটল্যান্ড (স্টোক সিটি), জো হার্ট (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), টম হিটন (বার্নলি), জর্ডান পিকফোর্ড (এভারটন)।

ডিফেন্ডার: রায়ান বার্ট্রান্ড (সাউথ্যাম্পটন), গ্যারি ক্যাহিল (চেলসি), অ্যারন ক্রেসওয়েল (ওয়েস্ট হ্যাম), ফিল জোনস (ম্যানচেস্টার ইউনাইটেড), মাইকেল কিন (এভারটন), হ্যারি ম্যাগুইয়ার, ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কির‌্যান ট্রিপিয়ার (টটেনহ্যাম), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার: ডেলে আলি (টটেনহ্যাম), ন্যাথানিয়েল ক্যালোবা (ওয়াটফোর্ড), এরিক ডিয়ের (টটেনহ্যাম), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জেসি লিনগার্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জ্যাক লিভারমোর (ওয়েস্ট ব্রোমউইচ), অ্যালেক্স-অক্সলেইড চ্যাম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: জার্মেইন ডিফো (বোর্নমাউথ), হ্যারি কেইন (টটেনহ্যাম), মার্কাস র‌্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), জেমি ভার্ডি (লেস্টার সিটি), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)