রোমাঞ্চকর এক মৌসুমের অপেক্ষায় আছেন পোলিশ স্ট্রাইকার।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-০ গোলে জিতে শিরোপা উৎসবে মেতেওঠে বায়ার্ন। জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল করেন দাভিদ আলাবা, আরিয়েনরবেন, টমাস মুলার ও জসুয়া কিমিচ।
৩১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৩। সমান ম্যাচে লাইপজিগের পয়েন্ট৬৩।
এবারের শিরোপা জয়ের পথচলায় আক্রমণভাগ ও রক্ষণে দারুণ সফল ছিল বায়ার্ন।এ পর্যন্ত সর্বোচ্চ ৭৯টি গোল করেছে তারা। বিপরীতে খেয়েছেও সব দলের মধ্যে সবচেয়ে কম,মাত্র ১৭টি।