রুনির গোলে ইউনাইটেডের টানা তৃতীয় জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2017 09:43 PM BdST Updated: 23 Apr 2017 09:58 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা ভালোমতোই টিকিয়ে রাখলো জোসে মরিনিয়োর দল।
অঁতনি মার্শিয়াল ও ওয়েইন রুনির নৈপুণ্যে রোববার ২-০ ব্যবধানে জয় পায় ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
চোটের কারণে তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ ও ডিফেন্ডার মার্কোস রোহোকে ছাড়াই খেলতে নামে ইউনাইটেড। তবে টেবিলের পঞ্চদশ স্থানের দলের বিপক্ষে জয় পেতে বেগ পেতে হয়নি তাদের।
চলতি লিগে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৭টি গোল করা ইব্রাহিমোভিচ না থাকলেও তার অভাব বুঝতে দেননি মার্শিয়াল ও রুনি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় তারা, দ্রুত এগিয়েও যায়।
২১তম মিনিটে আন্দের এররেরার পাস ধরে ডি-বক্সের মাঝামাঝি থেকে মার্শিয়ালের বাঁ-পায়ের শটে এগিয়ে যায় রেড ডেভিলরা।


এই জয়ে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচে ৬৩। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৭৫।
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- তামিমকে ছাড়িয়ে সাকিব