-
কাম্প নউয়ে বার্সেলোনার সমর্থকদের ঢল।
-
ইউভেন্তুস খেলোয়াড়দের সঙ্গে বল দখলের লড়াইয়ে নেইমার।
-
বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে হলুদ কার্ড দেখান রেফারি।
-
বার্সেলোনা মিডফিল্ডার ইনিয়েস্তাকে রোখার চেষ্টায় ইউভেন্তুস ডিফেন্ডার দানি আলভেস।
-
গোল মিস করে হতাশ লিওনেল মেসি।
-
ফ্রি কিকে ব্যর্থ মেসি।
-
ইউভেন্তুস ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির এই উল্লাস সেমি-ফাইনালে ওঠার।
-
বার্সেলোনার মাঠে ড্র করে সেমি-ফাইনালে ওঠার আনন্দে উড়ছে ইউভেন্তুস খেলোয়াড়রা।
-
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে হতাশ লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।
-
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার।
-
নেইমারকে সান্ত্বনা দিতে তাকে বুকে জড়িয়ে ধরেন দানি আলভেস।
ইউভেন্তুসের বিশ্বসেরা রক্ষণভাগের বিপক্ষে চার গোলের ব্যবধানে জেতার কঠিন চ্যালেঞ্জ। শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির বিপক্ষে ইতিহাস গড়া জয় স্বপ্ন দেখাচ্ছিল বার্সেলোনাকে। কিন্তু এবার আর হলো না। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের সুযোগ নষ্টের মহড়ায় গোলের দেখাই পেল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কাম্প নউয়ে গোলশূন্য ড্রয়ের পর দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে সেমি-ফাইনালে উঠল সেরি আর সফলতম ক্লাবটি। ছবি: রয়টার্স