পার্থক্য গড়েছে রোনালদো: জিদান

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার নায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছ্বসিত প্রসংসা করেছেন জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 01:12 PM
Updated : 19 April 2017, 02:08 PM

মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে দারুণ এক হ্যাটট্রিকে পার্থক্য গড়ে দেন রোনালদো। ম্যাচটি ৪-২ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে শেষ চারে ওঠে রিয়াল।

এই তিন গোলে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের মাইলফলকে পৌঁছেছেন রোনালদো।

অসাধারণ কীর্তি গড়া শিষ্যের প্রশংসায় সংবাদ সম্মেলনে জিদান বলেন, “সে দেখিয়েছে যে, আসল সময়ে সে জ্বলে ওঠে। সে পার্থক্য গড়ে দেয়।”

“যখনই তাকে দরকার, সে থাকে। সে অনন্য এবং আমরা তার জন্য ও দলের জন্য খুশি।”

অতিরিক্ত সময়ে রোনালদোর শেষ দুটি গোল অফসাইডে ছিল বলে দাবি বায়ার্নের। টিভি রিপ্লেতেও দেখা যায়, ১০৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করার সময় অফসাইডে ছিলেন তিনি। ৮৪তম মিনিটে আর্তুরো ভিদালের দ্বিতীয় হলুদ কার্ড নিয়েও বিতর্ক আছে।

প্রতিপক্ষের এই অভিযোগ প্রসঙ্গে জিদান বলেছেন, বাজে রেফারিংয়ের জন্য নয়, গোল করেই সেমি-ফাইনালে উঠেছে তার দল।

বায়ার্নের মাঠে প্রথম পর্বেও দলের জয়ের নায়ক ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। গত সপ্তাহের ওই ম্যাচে পিছিয়ে পড়ার পর তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতেছিল বর্তমান চ্যাম্পিয়নরা।