ওজনিয়াকিকে হারিয়ে মায়ামি ওপেন কনটার

কারোলিন ওজনিয়াকিকে হারিয়ে মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন জোয়ানা কনটা। প্রথম ব্রিটিশ নারী হিসেবে প্রতিযোগিতাটির ফাইনাল খেলা এই তারকার ক্যারিয়ারে এটা সবচেয়ে বড় অর্জন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 10:08 AM
Updated : 2 April 2017, 10:48 AM

ফাইনালে কনটা ৬-৪ ও ৬-৩ গেমে হারান বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর তারকা ওজনিয়াকিকে।

জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডেও ডেনমার্কের এই খেলোয়াড়কে হারিয়েছিলেন কনটা।

মায়ামির সাফল্যে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে কনটার। একাদশ স্থান থেকে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে আসবেন তিনি। সাম্প্রতিক সময়ে এই ব্রিটিশ তারকার উন্নতি চোখে ধরার মতো। ২০১৫ সালের জুনে তার র‌্যাঙ্কিং ছিল ১৪৬।

চলতি বছর কনটার এটা দ্বিতীয় শিরোপা। জানুয়ারিতে সিডনি ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছিলেন তিনি। ২৫ বছর বয়সী কনটার লক্ষ্য বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা এবং গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতা।