প্রস্তুতির লক্ষ্যে সিঙ্গাপুর যাচ্ছে কৃষ্ণারা

থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বুধবার সিঙ্গাপুরে একটি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2017, 01:59 PM
Updated : 12 Feb 2017, 01:59 PM

স্বাগতিক সিঙ্গাপুর, মালয়েশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়া জাতীয় দল খেলালেও আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডের প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ দলে অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের বেশি রাখা হয়েছে।

“আমাদের মূল লক্ষ্য হচ্ছে থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। এ কারণে জাতীয় দল থেকে মাত্র চার জন এবং অনূর্ধ্ব-১৬ দল থেকে বাকি খেলোয়াড়দের নেওয়া হয়েছে।”

সিঙ্গাপুর সফরে কৃষ্ণাদের অফিসিয়াল স্পন্সর ওয়ালটন দিচ্ছে কিটস ও অনান্য সামগ্রী। খাওয়া ও থাকার ব্যয় বহন করবে সিঙ্গাপুর। বিমান ভাড়া থেকে শুরু করে বাকি খরচ দেবে বাফুফে।