ইউক্রেইনের ক্লাবটির দাবি, ফিফার সিদ্ধান্তের জন্য তাদের প্রায় ৪ কোটি ইউরো ক্ষতি হয়েছে।
গত শুক্রবার রাতে বোর্দোকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হারায় পিএসজি।
বোর্দোর মাঠে ষষ্ঠ মিনিটেই উরুগুয়ের ফরোয়ার্ড কাভানির ভলি ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় পিএসজি। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৪৭তম মিনিটে কাভানির দ্বিতীয় গোলেও অবদান রাখেন আর্জেন্টিনার মিডফিল্ডার দি মারিয়া।
সমান ৫৫ পয়েন্ট পিএসজি ও মোনাকোর। গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা মোনাকো।
দারুণ এই জয়ে বার্সেলোনাকেও বার্তা দিয়ে রাখল পিএসজি। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।